সরকারী দলিল লিখক বাহার এর সুনাম এখন বাঁশখালীর ঘরে ঘরে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 12 April 2021

সরকারী দলিল লিখক বাহার এর সুনাম এখন বাঁশখালীর ঘরে ঘরে

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) রিপোর্ট:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালিপুর সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত সরকারী দলিল লিখক মোহাম্মদ রিদওয়ানুল হক বাহার সরকারী -নং১৩/১৭ইং তিনি দীর্ঘদিন যাবত সরকারী দলিল লিখা ছাড়া জায়গা/জমি ক্রয়-বিক্রয়, নতুন-পুরাতন দলিল উত্তোলন, নামজারী খতিয়ান সম্পাদন সহ জমি সংক্রান্ত সকল বিষয়ে বিনা মূল্যে পরামর্শ প্রদান করে যাচ্ছেন বাঁশখালীর অসহায়, দরিদ্র, নির্যাতিত, পৈত্রিক যায়গা জমি হতে বন্ছিত নারী পুরুষ সকল কে জমি সংক্রান্ত সকল আইনি পরামর্শ দিয়ে থাকেন

নাম প্রকাশে অনিচ্ছুক, ভূমিদস্যু কর্তৃক নির্যাতিত ভূমিহীন এক অসহায় নারী বলেন-আমি আমার পৈত্রিক জমি হতে বন্ছিত হয়েছিলাম দলিল লিখক রিদওয়ানুল হক বাহার এর মাধ্যমে আমি আমার জমি ফেরত পায় এছাড়া সরেজমিনে তথ্য নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, দলিল লিখক বাহার তার পিতার যোগ্য উত্তরসূরী হয়ে বাঁশখালীবাসীর জমি সংক্রান্ত সকল সমস্যা সমাধানে নিরলস ভাবে সব সময় পাশে থাকেন

এছাড়াও এলাকার মানুষদের মাঝে জমি নিয়ে সংগঠিত দীর্ঘদিনের বিরোধ সমাধান কল্পে মুন্সি,আমিন, সার্ভেয়ারদের নিয়ে অসহায়দের পাশে থাকেন তাহিয়া ডিপার্টমেন্টাল স্টোর এর মালিক মোহাম্মদ এরশাদুল আলম বলেন, মোহাম্মদ রিদওয়ানুল হক বাহার একজন নবীণ এবং দক্ষ দলিল লিখক তাহার অফিস আমার দোকান সংলগ্ন হওয়াতে আমার দেখা মতে তাহার অফিসে অসহায় মানুষরা সহায়তা নিতে দীর্ঘ ভীড় করে

করোনা কালীন সময়েও তিনি বাঁশখালীবাসীদের কে জমি সংক্রান্ত সহায়তা দিয়ে আসছেন আমি তার সফলতা কামনা করি স্হানীয় এক ভুক্তভোগী বলেন, বাহার আমার বড় উপকার করেছেআমি দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত এক বিষয়ে সমস্যায় ভূকতে ছিলাম সে আমাকে সহায়তা করেছে আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি সে সবার উপকার করে থাকে দলিল লিখক বাহার এর সাথে যোগাযোগ করার ঠিকানাঃ বাঁশখালী কালিপুর সাব-রেজিস্ট্রি অফিস কালিপুর চেম্বারঃ তাহিয়া ডিপার্টমেন্টমেন্টাল স্টোর বশিরউল্লাহ মিয়াজির বাজার পশ্চিমকুল,স্কুকরোড


 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages