মোঃ মামুনুর
রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০শ বেশি (কোভিড-১৯ ভ্যাকসিন) করোনার টিকা নিবন্ধনে জালিয়াতির অভিযোগে মোঃ মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার।
আজ শনিবার (৩ এপ্রিল) টিকা নিবন্ধন জালিয়াতির দায়ে একজনের ২০ হাজার টাকা জরিমানার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। তিনি জানান, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলা পরিষদ গেট সংলগ্ন মনির পেপার হ্উাসের স্বত্তাধিকার মোঃ মনিরুল ইসলামের করোনার টিকা নিবন্ধনের জালিয়াতি করার অপরাধে এ জরিমানা করা হয়। মনিরুল ইসলাম উপজেলার শাল্টি মুরাদপুর গ্রামের মোঃ আফছার আলীর পুত্র।
এর আগে টিকা নিতে ভুয়া নিবন্ধন জালিয়াতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মৌখিক অভিযোগ করেছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment