নতুন শর্টফিল্ম নিয়ে ফিরলেন আল আমিন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 30 April 2021

নতুন শর্টফিল্ম নিয়ে ফিরলেন আল আমিন

একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট: 

করোনাভাইরাসের কারণে  ঘরবন্দি থাকার পর অভিনয়ে ফিরছেন অভিনেতা আল আমিন নতুন একটি শর্টফিল্ম দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা শর্টফিল্ম নাম (পাপ) পূবাইলে এই শর্টফিল্ম এর শুটিং করা হয়েছে। অভিনেতা আল আমিন  বলেন, গত মাসে এই শর্টফিল্ম এর শুটিং শুরু হয়।

শর্টফিল্ম আল আমিন কে  একটি খলনায়ক  চরিত্রে দেখা যাবে। .এস. মাল্টিমিডিয়া রচনায় শর্টফিল্মটি পরিচালনা করছেন  রানা ইব্রাহিম  পরিচালক বলেন, এই শর্টফিল্মের বেশিরভাগ কাজ হয়েছে পূবাইলের স্বপ্নের ঠিকানা রিসোর্টে বেশিরভাগ কাজে হয়েছে কিছু দৃশ্য থাকছে প্রকৃতির   একজন পরকিয়ার  গল্প নিয়েই শর্টফিল্মটি তৈরি করা হয়েছে। এতে  আরও অভিনয় করেছেন  এপেক্স সৈয়দ আহসান। এই শর্টফিল্মটি দেখতে পারবেন .এস. মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে

 

 

৩০ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages