রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার সদর উপজেলার গান্না ইউনিয়নের এর বেতাই গ্রামের ভাদালি ডাঙায়। আগুন লেগে তানিশা (৪ মাসের) এক শিশু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নিহত শিশু কন্যা তানিশা মোঃ ইব্রাহীম মেয়ে। এছাড়াও সম্পূর্ণ বাড়ি আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।ছবি: একুশে মিডিয়া
পারিবারিক সূত্রে আমাদের জানায় শুক্রবার (৭ মে) সকাল ১১ দিকে বাড়িতে আগুন লেগে যায়। সবাই প্রাণ ভয়ে দৌড়ে পালালেও তার ৪ মাসের শিশু কণ্যা কে আর বের করা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর স্থানীয়রা তানিশার লাশ উদ্ধার করেন। আগুন ধরার কারণ এখনও জানা যায়নি। শিশুটির করুণ মৃত্যুতে চলছে শোকের মাতম।
শনিবার ৮ মে ২০২১ ইং সম্পাদক ও প্রকাশত মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ
No comments:
Post a Comment