আহমদ মিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইমাম হাসান ক্রীড়া সংঘ জয়ী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 11 March 2023

আহমদ মিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইমাম হাসান ক্রীড়া সংঘ জয়ী

ক্রীড়া প্রতিবেদক, একুশে মিডিয়া:

ই-একুশে মিডিয়া

বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় ইমাম হাসান ক্রীড়া সংঘ ১৩৫ রানে জয়ী ১১ মার্চ দুপুর ১২ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে  অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ড্রিম ক্রিকেট একাডেমি বনাম ইমাম হাসান ক্রীড়া সংঘ

ড্রিম ক্রিকেট একাডেমি টসে জিতে ইমাম হাসান ক্রীড়া সংঘকে ব্যাট করতে আমন্ত্রণ জানানব্যাট করতে নেমে ঋত্বিক, মোঃ মুসলিমের  জোড়া হাফ সেঞ্চুরি মারুফের ২৭ এবং রিপনের ২১ রানের উপর বরকরে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেনড্রিম ক্রিকেট একাডেমির হয়ে ছায়েদ উইকেট, মিজবাহ,জিকু,বাধন,রনি ১টি করে উইকেট লাভ করেন

জবাবে ড্রিম ক্রিকেট একাডেমি ২৪২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮. ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে

দলের পক্ষে অংকন ১৭ রান,বাধঁন ২২ রান,সজিব ১২ রান করেন

ইমাম হাসান ক্রীড়া সংঘের হয়ে মুসলিম উইকেট, মারুপ, সাকিব উইকেট,জিহান,শাকিল ১টি করে উইকেট লাভ করে

ব্যাট হাতে ৫৭ রান বল হাতে উইকেট লাভ করাই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃ মুসলিম  তার হাতে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন ড্রিম ক্রিকেট একাডেমি প্রধান কোচ মোহাম্মদ ইসমাইল

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক কোচ মোহাম্মদ এরশাদ প্রমূখএকুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages