কর্ণফুলীতে মা ছেলের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 27 April 2023

কর্ণফুলীতে মা ছেলের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ওসমান হোসাইন , কর্ণফুলী :

ই-একুশে মিডিয়া

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে নির্মম ভাবে মা ছেলেকে কুপিয়ে হত্যা করা খুনীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৭ এপ্রিল বৃহস্পতিবার সাড়ে টার সময় এলাকাবাসীর পক্ষে কর্ণফুলীর মইজ্জারটেক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিকলবাহার নিহত হোসনে আরার স্বামী মো. তৈয়ব আলী, ছেলে (মামালার বাদি) জাফর আহম্মদ, মো. সিফাত, বাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন, জানে আলম ইমন, আব্দুল রহমান, মো. বাদশা মিয়া, মো. আমজাদ, মো. সোহেল, মো. তারেক, মিজান, মামুন, নাজিম, রাসেল, সাদ্দাম, মানিক হোসেন নিলয়, দিদার, রহমান, জাহাঙ্গীর আলম, শাহাজাহান, ইমন, নুরু, আরিফ, জকিরসহ প্রমুখ

সময় খুনীদের ফাঁসি চেয়ে তাদের ছবি সাটানো ব্যানার শোভা পায় গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ব্লকপাড় মাস্টারহাট এলাকায় চলাচল রাস্তা নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে হত্যা করেছে প্রতিবেশিরা নিহতরা হলেন-শিকলবাহা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইসমত হাজী বাড়ির তৈয়ব আহম্মদ সওদাগরের স্ত্রী হোসনেরা বেগম ছেলে পারভেজ উদ্দিন ২৬ এপ্রিল বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছেন

এজাহারভূক্ত ১৫ আসামিরা হলেন-শিকলবাহা ইউনিয়নের নং ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মহসীন (৪০), মো. মোসলেম (৩৮), মো. মুরাদ (২৮), মোহাম্মদ টিপু (২২) মোহাম্মদ ইমরান (২০) মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), মো. বাবুল মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৬), মৃত নবীর আহমদের ছেলে মো. বাবুল মিয়া (৪০) উভয়ের বাড়ি বাকলিয়া রাজাখালী সিরোজের বাড়ি, জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), জামাল আহমদ (৪৫), আনার আহমদ (৩৫) উভয়ই পিতা মৃত কামাল আহমদ, দ্বীপকালার মোড়ল এলাকার আব্দুর সবুরের ছেলে মো. সাজ্জাদ (২২), মৃত মোহাম্মদ আলীর মেয়ে খাইরুন নেছা সোমা (১৮), মো. মহসীনের স্ত্রী ডেইজী আক্তার (৩২) মো. মোসলেমের স্ত্রী জেবু আক্তার (২৫) কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, ঘটনায় জন গ্রেপ্তার রয়েছে বাকিদেরও শিঘ্রই  আইনের আওতায় আনা হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages