ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত- ৩ গুরুতর আহত -২ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 4 May 2023

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত- ৩ গুরুতর আহত -২

ঝিনাইদহ প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

ঝিনাইদহের কোটচাদপুরে পিকআপ চাপায় ভ্যানযাত্রী দুই শিশুসহ জনের মৃত্যু হয়েছে নিহতরা হলো কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ৪১ দিন বয়সের ছেলে রাফান ইসলাম, তার ভাগনী কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকু মনি () একই উপজেলার বড় ঘিঘাটি গ্রামের ভ্যান চালক সলেমান হোসেন এসময় আহত হয়েছে নিহত শিশু রাফান ইসলামের মা রিমা খাতুন দাদি শিউলি বেগম তাদের যশোর হাসপাতালে নেওয়া হয়েছে বৃহষ্পতিবার ( মে ) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে একটি পিকআপ ভ্যানের চাপায় হতাহতের ঘটনা ঘটে  

নিহতদের প্রতিবেশী অঞ্জলী খাতুন জানান, নিহত রাফান ইসলামের বাবা রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন ঘটনার দিন রাফানকে ডাক্তার দেখাতে তার মা রাবিয়া খাতুন দাদি শিউলি বেগম একটি ইঞ্জিনচালিত ভ্যানে কোটচাঁদপুর শহরে গিয়েছিলডাক্তার দেখানো শেষে তারা একটি মোটর চালিত পাখী ভ্যানে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে কাশিপুর কলেজ মোড়ে পৌছালে দ্রুত গতির  একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ভ্যানচালক নিহত হয়

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages