কুতুবদিয়ায় দুই বন্দুক উদ্ধার ও তিন ডাকাত গ্রেপ্তার-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 21 September 2018

কুতুবদিয়ায় দুই বন্দুক উদ্ধার ও তিন ডাকাত গ্রেপ্তার-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
  • কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ৩ ডাকাতকে গ্রেপ্তার ও বন্দুক উদ্ধার।।”।
  • থানা পুশিল সুত্রে জানায়- জলদস্যু কৈয়ারবিল চেয়ারম্যান রোডের মাথায় সাগর পাড়ে অবস্থান করার খবর পেয়ে পুলিশের অপারেশন অফিসার এসআই জয়নাল আবেদীন, এএসআই ফকরুল, এএসআই পদু বডুয়াসহ পুলিশ পোর্স নিয়ে ঘেরাও করে নাছির (২৬) নামক ডাকাতকে আটক করে।।”।
  • ঘটনাস্থল থেকে তার নিকট ৪ রাউন্ড তাঁজা কার্তুজ ও একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। সে কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজির পাড়ার আবদুর রশিদের ছেলে। তার স্বীকারোক্তি মতে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার কালুয়ার ডেইল এলাকার শামসুল আলমের ছেলে মকছুদ আলম (৩৬) একই এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ সেলিম (২৫) কে আটক করে। তাদের তল্লাশি করে একটি বন্দুক ও ৪ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করতে সম হয় বলে পুলিশ সাংবাদিকদের জানান।।”।

  • পুলিশ সূত্রে প্রকাশ, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পেকুয়া, বাশঁখালী, মহেশখালী, কুতুবদিয়া উপকূলের ১৮/২০জন অস্ত্রধারী ডাকাত একত্রিত হয়ে ট্রলার নিয়ে বিগত ৪দিন পূর্বে থেকে সাগরে নির্বিচারে ফিশিং ট্রলার ডাকাতি হওয়ার খবর উপকূলে আসে।।”।
  • এ খবরের ভিত্তিতে পুলিশ সোচ্ছার ছিল। ঐ ডাকাত দলের সদস্যরা কুতুবদিয়া উপকূলে আসার খবর পেলে পুলিশ হানা দিয়ে তাদেরকে আটক করে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস নিশ্চিত করে জানান- গত ১২ সেপ্টেম্বর কুতুবদিয়া চ্যানেল থেকে ৯ জলদস্যুকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages