চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মহানগরের চার প্রার্থী।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 27 November 2018

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মহানগরের চার প্রার্থী।একুশে মিডিয়া


রোমান উদ্দীন, চট্টগ্রাম থেকে:
নির্বাচন প্রাক্কালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আজ মঙ্গলবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করেছে। সভায় নির্বাচনী সমন্বয়ের অংশ হিসাবে মহানগরের চার আসনের মনোনয়ন প্রাপ্ত চার প্রার্থী উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম -৯ আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী, সাংসদ মঈনুদ্দিন খান বাদল,ডা. আফছারুল আমিন এবং এম এ লতিফ এমপি সভায় অংশ গ্রহণ করেছেন। 
নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারন সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচন পরিচালনা নিয়ে প্রার্থীদের সাথে মহানগর আওয়ামীলীগ আলোচনা করে পরিকল্পনা গ্রহন করবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ড, থানা বা ইউনিটের নেতাকর্মীদেরকে দায়িত্ব দেয়া হবে। এক্ষেত্রে প্রার্থীদেরকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যার যার পদ পদবী অবস্থান অনুযায়ী সম্মান,শ্রদ্ধা পোষণ করে প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচন। সকল ধরণের সংকীর্ণতা,ভুল বুঝাবুঝি, মত পার্থক্য পরিহার করে আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিন নির্বাচনী কর্মসূচী পালন করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রার্থী এবং তৃনমূল নেতৃবৃন্দ নিরন্তর যোগাযোগ অব্যাহত রাখবে। 
সভায় চট্টগ্রাম -৮ আসন প্রার্থী মঈনুদ্দিন খান বাদল বলেন, এই নির্বাচনে আমাদেরকে তিনটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। একটি হচ্ছে এবার নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন জোট তৃতীয় বার সরকার গঠন করবে। দ্বিতীয় বিষয়টি হল, দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করতে হলে এবার আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে। নইলে উন্নয়ন থমকে যাবে। জাতি ভুগবে। দেশ জাতিকে গনতান্ত্রিক পথে রাখতে হলে নৌকার বিজয় ছাড়া বিকল্প নেই। 
কোতোয়ালী আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার এই আসনে নৌকা ফিরিয়ে দিয়েছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল সংকীর্ণতার উর্ধে উঠে কাজ করতে হবে। শুধু কোতোয়ালি নয়, চট্টগ্রামের সব কটি আসন যাতে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারি সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। 
সভায় মহানগর আওয়ামীলীগ সম্পাদক মন্ডলী, সকল ওয়ার্ড, থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages