রাবি শিক্ষার্থী রাজু বাঁচতে চায় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 4 December 2019

রাবি শিক্ষার্থী রাজু বাঁচতে চায়

একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু। স্বপ্ন বাস্তবায়নের জন্য মেধা আর পরিশ্রম দিয়ে লড়াই করে আসছিল সে। বুধবার (৪ ডিসেম্বর) থেকে রাজু’র দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যেই হঠাৎ করে প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে এখন বাঁচার জন্য লড়াই করছে সে।
রাজুর বন্ধুরা জানায়, রাজু মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত নয়টার দিকে অত্যাধিক মাত্রায় রক্তবমি করতে শুরু করে। দেখতে পেয়ে তাকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন তারা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় রাজু (ক্রনিক লিভার ডিজিজ-ঈখউ)  এ আক্রান্ত।  যা তার অগোচরেই সুপ্ত অবস্থায় ছিল।
চিকিৎসকরা জানান, দীর্ঘদিন যাবৎ সে জন্ডিসের সমস্যায় ভুগছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে রাজুর সম্পূর্ণ লিভার নষ্ট হয়ে গেছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করার জন্য ৭২ ঘন্টায় ১৮ টি ইনজেকশন প্রেসক্রিপশন করা হয়েছে, যার প্রতিটির মূল্য ৪০০০ টাকা। রাজু'র চিকিৎসার প্রাথমিক খরচ তার সহপাঠীরা মিলে যুগিয়েছে। 
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, রাজু’র জীবন যদি কোনভাবে বাঁচানো যায়, আমরা শেষ পর্যন্ত ওর পাশে থাকবো। আমাদের বিভাগের কোন শিক্ষার্থী এর আগেও অসুস্থ হলে বিভাগ পাশে থেকেছে। রাজু’র বিষয়টি যেহেতু বেশি সেনসেটিভ আমরা অবশ্যই পাশে থাকবো।
জানতে চাইলে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম মাহবুবুর রহমান বলেন, আমি আমার সহকর্মী ফজলুল হক এবং খাইরুল ইসলামসহ রাজুকে দেখতে গিয়েছিলাম। অবস্থা আশঙ্কাজনক তবে ডাক্তাররা বলেছেন সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি ওর পরিবারের সাথে কথা বলেছি।  রাজু'র বাবা নেই ওর মা আর ওর ভাই এসেছে। তাকে বাঁচাতে আমার ছেলেমেয়েরা অলরেডি ফান্ড কালেকশন শুরু করেছে। আমি ওদের ধন্যবাদ জানাই। রাজু’র চিকিৎসার জন্য বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রাজু’র স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেশের দয়াশীল এবং বিত্তবানদের সাহায্যের আবেদন জানিয়েছে ওর পরিবার। বিকাশ (০১৭৫৩৩৭৩৭২৩), রকেট (০১৬১৮৬২২৫০৭) ও ব্যাংক একাউন্টের (২৩৮.১৫১.১২১৯৩৫, আল ইশাক রেজা অনিক, ডাচবাংলা ব্যাংক) মাধ্যমে তাকে সহযোগিতা করা যাবে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages