জাতীয় নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ লেয়াকত আলীর - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 December 2025

জাতীয় নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ লেয়াকত আলীর

একুশে মিডিয়া, প্রতিবেদন:

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী পদত্যাগ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

লেয়াকত আলী এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে রাষ্ট্রদ্রোহের একটি মামলার পর তাঁকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও ২০২৫ সালে হাইকোর্টের রায়ে তিনি পুনরায় পদ ফিরে পান।

পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লেয়াকত আলী বলেন, দলের দুঃসময়ে তিনি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে ছিলেন এবং তাঁদের অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages