‘ভাইরাস আক্রান্ত’ ভয়েস রেকর্ড গুজবকারী চট্টগ্রাম যুবদল নেতা জিজ্ঞাসাবাদে স্বীকার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 22 March 2020

‘ভাইরাস আক্রান্ত’ ভয়েস রেকর্ড গুজবকারী চট্টগ্রাম যুবদল নেতা জিজ্ঞাসাবাদে স্বীকার


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
৩২ সেকেন্ড অডিও ভয়েস রেকর্ড ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত এবং মৃত্যুর গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে এক চিকিৎসককে আটক করা হয়েছে, তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।<একুশে মিডিয়া:>
আটক ইফতেখার মো. আদনান চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত এবং একটি শিল্পগোষ্ঠীর মেডিকেল অফিসার পদেও আছেন।<একুশে মিডিয়া:>
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, নগরীর প্রবর্তক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কয়েকদিন আগে একটি অডিও রেকর্ড ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বিষয়ে গুজব প্রচার করা হয়।ওই কণ্ঠটি ডাক্তার ইফতেখার মো. আদনানের।<একুশে মিডিয়া:>
ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, তিনি চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসির শিক্ষার্থী থাকাকালে ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে তিনি মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।<একুশে মিডিয়া:>
গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই বক্তব্য তার বলে স্বীকার করেছেন। আটক ইফতেখার মো. আদনান চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।<একুশে মিডিয়া:>
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ‘রোহান’ নামের একজনকে সম্বোধন করে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আছে এবং এতে মৃত্যু হয়েছে ও মৃতের সংখ্যা উল্লেখ করে এক ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। তবে যাকে ফোন করা হয়েছে সে ব্যক্তি নিরব ছিলেন।<একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages