আগামী ১৫ মে মালদ্বীপ থেকে আরও আসছেন বাংলাদেশি প্রবাসী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 May 2020

আগামী ১৫ মে মালদ্বীপ থেকে আরও আসছেন বাংলাদেশি প্রবাসী

একুশে মিডিয়া, রিপোর্ট:


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৫ মে মালদ্বীপ থেকে দেশে ফিরছেন আরও অনেক বাংলাদেশি।<:একুশে মিডিয়াধ:>

রোববার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।<:একুশে মিডিয়াধ:>

তবে অনিবার্য কারণবশত যতি তারিখ পরিবর্তন হয় তাহলে হাইকমিশনের ফেসবুক পেজে তা জানিয়ে দেয়া হবে। খবর ইউএনবির।<:একুশে মিডিয়াধ:>

মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত/অবৈধ প্রবাসী বাংলাদেশি যাদের কাছে মালদ্বীপ সরকারের রেগুলারাইজেশন কার্ড আছে শুধুমাত্র তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে হাইকমিশন গত ৩ মে বিজ্ঞপ্তি জারি করে।<:একুশে মিডিয়াধ:>

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের মেডিকেল সার্টিফিকেট দেবে মালদ্বীপ সরকার। মেডিকেল পরীক্ষার স্থান, তারিখ এবং সময় ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।<:একুশে মিডিয়াধ:>

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক প্রবাসী একটি করে ২০ কেজি ওজনের লাগেজ এবং হাতে ৫ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন।<:একুশে মিডিয়াধ:>

এর আগে গত ২১ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানের ফিরতি ফ্লাইটে ৭০ বাংলাদেশিকে মালদ্বীপ থেকে দেশে ফেরত আনা হয়।<:একুশে মিডিয়াধ:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়াধ:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages