রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তক নকল ধানের বীজসহ আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 15 May 2020

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তক নকল ধানের বীজসহ আটক

রেখা মনি, রংপুর বিভাগ:
অদ্য ১৫/৫/২০২০ তারিখ সন্ধ্যায় ইফতারের পূর্বে-মুহুর্তে আরপিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় এডিসি (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (নিঃ) রাজেশ কুমার চক্রবর্তীসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি তাজহাট থানাধীন ধর্মদাশপুর বারো আউলিয়াস্থ কাওছার রহমান এর চাতালে ভাড়া দেয়া গোডাউনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 
অভিযান পরিচালনা কালে দেখা যায়, ভারত সীডস, শীষ মার্কা মহারাষ্ট্র ধানের বীজ, উত্তর দিনাজপুর ভারত বীজ ভান্ডার সহ বিভিন্ন নামে আমন ধানের বীজ সংরক্ষণ করার জন্য প্লাষ্টিকের উন্নত মানের প্যাকেটে স্বর্ণা ধানের নকল বীজ উৎপাদন করেন। উক্ত গোডাউনে প্রায় ১৬০০ কেজি নকল ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মোঃ বাহার উদ্দিন (৫০), পিতা- মৃত আব্দুল হালিম, সাং- জামতলা মসজিদ কেরানি পাড়া, কোতয়ালী, রংপুর মেট্রো এবং প্রোঃ বিসমিল্লাহ সিডস, সিটি বাজার, রংপুরকে আটক  করা হয়।  
উক্ত ধানের বীজ নিজ নামে বা অন্য কোন নামে উৎপাদনের কৃষি মন্ত্রনালয় বা সরকারী কোন বৈধ কাগজ পত্র দেখাইতে না পারায় এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এর উপস্থিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জিজ্ঞাসাবাদে সে নকল বীজ উৎপাদন এর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত মোঃ বাহার উদ্দিনকে  ২০১৮ সালের বীজ আইন ২৪(১) লংঘন করায় অত্র আইনের ২৪(২) ধারা মোতাবেক আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরবর্তীতে আসামী জরিমানা বাবদ নগদ বিশহাজার টাকা প্রদান করলে তাকে প্রথমবারের মত সতর্ক করে মুক্তি দেয়া হয় ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages