দোহারে ফুটপাত দখল করে রাখায়, পথচারীরা ভোগান্তির শিকার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 11 July 2020

দোহারে ফুটপাত দখল করে রাখায়, পথচারীরা ভোগান্তির শিকার

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:

ঢাকার দোহারে বাজার-হাটের প্রধান সড়কের দু"পাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করে রাখায় যানজট সৃষ্টি হয় বলে অভিযোক পথচারীদের। তাদের এই ভোগান্তি থেকে নিস্তার দেওয়া হোক দাবী প্রশসনের কাছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কার্তিকপুর বাজার, করম আলীর মোড়, থানার মোড়, কলেজ রোড ও মেঘুলা বাজারের প্রধান সড়কের দু"পাশ ক্ষুদ্র ব্যবসায়ী, ইজিবাইক এবং রিক্সা চালকরা দখল করে রেখেছে। সড়কের দু"পাশ দখল করে রাখায় সৃষ্টি হয় যানজট।
ফলে দুরপাল্লার যাত্রী ও পথচারীরা পরে ভোগান্তিতে। অনেক সময় ভিড় ঠেলে যাওয়ার সময় পকেটে থাকা অর্থ ও নারীদের স্বর্ণালংকার উদাও হয়ে যায়। কলেজ শিক্ষার্থী পায়েল বলে, যানজটেরর জন্য আমরা ভোগান্তির শিকার। তাই আমাদের দাবী এই ভোগান্তি থেকে নিস্তার দেওয়া হোক।
পথচারী ফজল আলী বলে, সড়কের দু"পাশে জায়গা না থাকায়, প্রধান সড়কের উপর হাটতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছেন।
অনেকেই ভিড় ঠেলে যাওয়ার সময় উদাও হয়ে যায় সাথে থাকা অর্থ। রফিক, সজল ও সোহানের মত সকলেরই দাবী ফুটপাত দখল মুক্ত ও গাড়ি রাখা নিষেধ করে, আমাদের এই ভোগান্তি থেকে উদ্ধার করুন।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages