স্বাধীনতা-নীড় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 26 March 2021

স্বাধীনতা-নীড়

একুশে মিডিয়া, মুক্তমত:

লেখক-সাবরিনা ইসলাম নীড়:

স্বাধীনতা মানে শুধু একটুকরো ভূখণ্ড পাওয়া নয়,

স্বাধীনতা মানে নির্বিঘ্নে চলার অধিকার

মন খুলে কিছু বলার অধিকার

স্বাধীনতার সুখ তখনই হয়

শান্তি আর স্বস্তি যখন ঘরে ঘরে রয়

স্বাধীনতা মানে একটুকরো আকাশ পাওয়া নয়,

প্রতিটি মানুষ,প্রতিটি মানব হৃদয় যেন আকাশের মতো হয়

স্বাধীনতা মানে ভাইয়ে-ভাইয়ে বিবাদ নয়,

নারী- পুরুষের বৈষম্য নয়,

জাতিগত বৈরিতা নয়,

স্বাধীনতা মানে আমরা সবাই সমান

সবাই সবার,

এই দেশটা তোমার আমার আমাদের সকলের

তুমি পুরুষ রাতের গভীরে স্বাধীন আলোয় পথ চলো

আর আমি নারী বাইরে গেলেই শিকার ধর

এটা কি স্বাধীনতা হলো?

গভীর রাতে নারীকে রাস্তায় দেখলে ছেনাল ভাব নষ্টা ভাব আরো কতো কি!

একবারও ভেবে দেখোনা তারও প্রয়োজন থাকতে পারে জরুরী

যত্রতত্র নারীকে পেলেই খুবলে খাও

আর লোভাতুর নয়নে চাও

গাড়িতে হোক আর রাস্তায় হোক

নারীকে দেখলেই কুদৃষ্টি,

কেন গো এতো অনাসৃষ্টি?

স্বাধীনতার জন্য লড়েছে নারী লড়েছে পুরুষ

তবে কেন ব্যবধান?

এখন তো নেই পাকি বেঈমান

তবে কেন হিংস্রতা?

আমরা যদি সচেতন হই ভেঙ্গে নীরবতা,

তবেই অটুট হবে আমার স্বাধীনতা

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages