সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, বেলকুচি, সহকারী কমিশনার ভূমি এস এম রবিন শীষ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুলের প্রধানগনসহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment