দুইযুগ যাবৎ মসজিদে আসা মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন ভোলার আব্দুর রশিদ মিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 30 May 2021

দুইযুগ যাবৎ মসজিদে আসা মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন ভোলার আব্দুর রশিদ মিয়া

হাসনাইন আহমেদ হাওলাদার: 

ছবি: একুশে মিডিয়া
একজন অসহায়, অসচ্ছল অভাবী ধার্মিক মানুষ আব্দুর রশীদ মিয়া যিনি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু বাজার (বর্তমান) হাসান নগরের কাজিরহাট উত্তর মাথা জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসা মুসল্লিদের জুতা এভাবেই গুছিয়ে রাখেন৷ যাতে নামাজ শেষে বের হয়ে সহজেই মুসল্লিগণ জুতা পরিধান করতে পারে এবং নিজের টাকায় ছোটদের বিভিন্ন রকমের খাবার কিনে পকেটে রাখেন, তারপর ছোট ছেলে-মেয়েদের আল্লাহর জিকির করানো মেয়েদের মাথায় কাপড় দেয়ার বিনিময়ে সে খাবার বিতরণ করেন

অসহায়, অসচ্ছল, অভাবী হয়েও তার এমন ধর্মীয় কার্যক্রম স্হানীয় সকলের হৃদয়ে যেনো জায়গায় করে নিয়েেছ উপজেলার দক্ষিণ ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তায়েফ তালুকদার বলেন, আমি একবার ওই মসজিদে (মির্জাকালু উঃ মাথা জামেমসজিদ) নামাজ পড়ে বের হয়ে আশ্চর্য হয়ে গেলাম যে জুতাগুলো এভাবে সাজালো কে? টবগী রাস্তার মাথা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক কাজ্বী মোশারেফ বলেন, মাঝে মাঝে উনি আমাদের এলাকার মসজিদেও নামাজ পড়তে আসলে মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন যা খুব ব্যতিক্রম প্রশংসনীয় একটি কাজ৷

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয় হাসান নগরের মির্জাকালু কাজিরহাট বাজার পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এতে বাজার ব্যবসায়ীরা তাকে স্বাভাবিক কিছু টাকাপয়সা দিয়ে থাকেন তাতেই চালাতে হয় তার সংসার স্বাভাবিক ইনকাম থেকে ছোট ছোট ছেলে-মেয়েদের আল্লাহর জিকির করানোর উদ্দেশ্যে বিভিন্ন রকমের চকলেট, চানাচুর, বিস্কুট খাওয়ায়ে খরচ করেন কিছু টাকা৷ আর নিঃস্বার্থভাবে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জুতা সুন্দরভাবে গুছিয়ে রাখেন তিনি খোদাভীরু মানুষটিকে আল্লাহ নেক হায়াত দান করুক

 

রবিবার ৩০ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages