বেলকুচিতে গোয়ালঘরে আগুন, ৩ গরু পুড়ে ছাই - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 22 February 2023

বেলকুচিতে গোয়ালঘরে আগুন, ৩ গরু পুড়ে ছাই

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

সিরাজগঞ্জের বেলকুচিতে গোয়াল ঘরে  আগুনে পুড়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে একটি গরু মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয় এবং  শাহ আলম  প্রমানিকের  মুখ ঝলসে যায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মঙ্গলবার (২১ ফ্রেব্রুয়ারিরাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চর জোকনালা গ্রামের শাহ আলম প্রমানিকের  বাড়ির গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শাহ আলম প্রমানিক বেলকুচি পৌর সভার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন

প্রত্যক্ষদর্শীরা জনান, রাতে গোয়াল ঘরে আগুন দেখে শাহ আলম প্রমানিকের চিৎকারে  স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসে কিন্তু তার আগেই আগুনে বাড়ির গোয়াল ঘরে গবাদিপশুসহ পুড়ে ছাই হয়ে যায় ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এতে  প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

শাহ আলম প্রমানিক বলেন, রাতে গোয়াল ঘরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুন লেগে যায় আগুন লাগার পর আমি গরু গুলোকে গোয়াল ঘরে ঢুকে বের করা চেষ্টা করি কিন্তু গোয়াল ঘরে ঢোকা মাত্রই আগুনের তাপ আমার মুখে লেগে ঝলসে যায় তিনটা গরু পুড়ে ছাই হয়ে যায় আর একটি গরু মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে কান্নাজনিত কন্ঠে তিনি আরো বলেন, আমি স্বল্প বেতনের একটা চাকরি করি রুপালী ব্যাংক আইএফসি ব্যাংক থেকে লোন করে টা গরু কিনে ছিলাম কিন্তু আজ আমার সব শেষ হয়ে গেলো

ঘটনা শোনার পর পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা নির্দেশে পৌর নির্বাহী কর্মকর্তা ওয়ারেছ কবির, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌর প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, হিসাব রক্ষক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন এবং তাকে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ঘটনাস্থল পরির্দশন করা হবে উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেয়া হবেএকুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages