পেকুয়ায় অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 February 2023

পেকুয়ায় অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

কক্সবাজার  পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর হায়দার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই (নিঃ) হেশাম উদ্দীন মোঃ জোনাইদ পেকুয়া থানার একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে অত্র পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউপিস্থ সাবেকগুলদি টেকপাড়া সাকিন হইতে ধৃত আসামী মাহমুদুল করিম এর বসতঘরের সামনে উঠান হইতে  ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ওজন অনুমান ২০ গ্রাম মূল্য অনুমান ৬০,০০০/-টাকাসহ আসামী আলী আকবর (২৭), পিতা-হাজী করিম দাদ, মাতা- সামারুক বেগম, স্থায়ী: সাং- গোয়াখালী, বটতলী পাড়া, ০১ নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, উপজেলা/থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, বাংলাদেশ . মাহমুদুল করিম (৪২), পিতা-মৃত মোক্তার আহমদ, মাতা-নওশা বেগম ,স্থায়ী: সাং- সাবেকগুলদী টেকপাড়া, ০৬নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, উপজেলা/থানা- পেকুয়া, জেলা -কক্সবাজার, বাংলাদেশদ্বয়কে আটক করেন পরবর্তীতে এসআই (নিঃ) হেশাম উদ্দীন মোঃ জোনাইদ বাদী হইয়া এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ মহোদয় পেকুয়া থানার মামলা নং-১৮, তারিখ-২০/০২/২০২৩ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬() সারণীর ১০() রুজু করেন আসামীদ্বয়কে যথা নিয়মে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages