চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৬০৭ জন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 30 April 2023

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৬০৭ জন

একুশে মিডিয়া, ডেক্স রিপোর্ট:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে হাজার ৬০৭ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল  

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে  মোট পরীক্ষার্থীর সংখ্যা লাখ ৪১ হাজার ৪৮৬ জন

এরমধ্যে উপস্থিত ছিল লাখ ৩৯ হাজার ৮৭৯ জন

রোববার (৩০ এপ্রিল) দুপুরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো হাজার ৬০৭ জন এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল  

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) সংশোধিত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে পূর্ণ নম্বর পূর্ণ সময়ে নেওয়া হবে পরীক্ষা

শুরু হয় সকাল ১০টায়

পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে প্রায় লাখ ৫৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে শনিবার বন্ধের দিনেও খোলা রাখা হয় শিক্ষা বোর্ড ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে  

জানা গেছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে এবারের চেয়ে গতবার হাজার ৫৭ জন পরীক্ষার্থী কম অংশ নিয়েছিল পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ জন ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন

তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৪ হাজার ৩২ জন মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ৩০ হাজার ৩৭১ জন, মানবিক থেকে ৫৯ হাজার ১৩৭ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৬০ হাজার ২০৪ জন

এবার চট্টগ্রাম নগরসহ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা লাখ হাজার ৮৮৫ জন কক্সবাজার জেলায় পরীক্ষার্থী আছে ২৪ হাজার ৩৩০ জন, রাঙামাটি জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে হাজার ৮৬৬ জন, বান্দরবান থেকে হাজার ৯৪৫ জন

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে দেরিতে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে তা ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মুঠোফোনে বা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কেন্দ্রসচিব ছবি তোলা যায় না, এমন একটি সাধারণ মুঠোফোন ব্যবহার করতে পারবেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages