গোপালগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

গোপালগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ইব্রাহিম শেখ (৩৫)।
বৃহস্পতিবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনায় নিহতের নাম লিপি বেগম (২৫)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে ইব্রাহিম শেখের বসতভিটায় সিঁদ কেটে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা ইব্রাহিম শেখকে বাইরে বের করে মারধর করতে থাকে। এসময় গৃহবধূ লিপি বেগম বাইরে বের হয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে ফেরিতে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত ইব্রাহিম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পরে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সারাফাত ফকির, বেলায়েত ফকির ও বাবুল মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages