একুশে মিডিয়া ডেস্ক:
বাগেরহাটের মোড়েলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি হাত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় র্যাব-৬ এর একটি দল বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাজার এলাকা থেকে এটি উদ্ধার করে। গ্রেনেডটির সেপটি পিন ভাঙা ছিল।
র্যাব-৬ এর অপারেশন অফিসার লে. কমান্ডার শোয়াইব আরটিভি অনলাইনকে বলেন, গ্রেনেডটি বেশ পুরানো তবে এখনো সক্রিয় আছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরটিভি অনলাইনকে জানান, র্যাবের পক্ষ থেকে গ্রেনেডটি সংরক্ষণের জন্য বলা হয়েছে। এটি কি করা হবে পরবর্তীতে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে একুশে মিডিয়া। সূত্র: আরটিভি অনলাইন।
No comments:
Post a Comment