![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনশন ভেঙেছেন। বুধবার (১১ জুলাই) ১৭ দিনের অনশনের পর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ননএমপিও শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন।
বুধবার (১১ জুলাই) নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ অনশন প্রত্যাহার করে।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসের ভিত্তিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায়।
বুধবার (১১ জুলাই) আন্দোলনকারী শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আন্দোলন স্থগিতের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ে গত এক মাস ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রী তাতে দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি- সরকার আমাদের ন্যায্য দাবির বিষয়ে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। শিক্ষামন্ত্রীর আশ্বাসের উপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনের মতো বুধবার ১৭তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসে আন্দোলকারীরা অমরণ অনশন পালন করে যাচ্ছেন। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment