![]() |
একুশে মিডিয়া ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের নিনদাপাড়ায় ওয়াসিম (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১২টার দিকে। নিহত ওয়াসিম উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কাবিল নামের একজনকে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানার ওসি লস্ক জায়েদুল আহসান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওয়াসিম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে শ্যামকুড় গ্রামের রাস্তার ধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।
ওসি আরো জানান, ওয়াসিম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এর আগে সে মাদক মামলায় ২ বছর জেলও খেটেছে। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment