স্যানিটারি পণ্যের ওপর বিতর্কিত ‘রক্ত কর’ বাতিলের সিদ্ধান্ত ভারতের-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

স্যানিটারি পণ্যের ওপর বিতর্কিত ‘রক্ত কর’ বাতিলের সিদ্ধান্ত ভারতের-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
স্যানিটারি পণ্যের ওপর বিতর্কিত ‘রক্ত কর’বাতিলের সিদ্ধান্ত নিলো ভারত। ২১ জুলাই শনিবার এমন ঘোষণা আসে দেশটির সরকারের পক্ষ থেকে। করারোপ করার এক বছর পর তা বাতিল হলো। খবর বিবিসি, সিএনএন।
নারীদের মাসিক সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক সচেতনতা নিয়ে কাজ করা দাতব্য সংস্থা সাচ্চি সাহেলির প্রতিষ্ঠাতা সুরভি সিং বলেন, মাসিকের সময় ছোট মেয়েদের ও নারীদের স্কুলে যাওয়া এবং কর্মক্ষেত্রে যাওয়া অব্যাহত রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
দেশটিতে আনুমানিক প্রতি পাঁচজন নারীর মধ্যে চারজনই স্যানিটারি প্যাডের মতো প্রয়োজনীয় পণ্যের সুবিধা থেকে বঞ্চিত।
ভারতে মেয়েদের পড়ালেখা ছাড়ার অন্যতম প্রধান কারণ পিরিয়ড। স্যানিটারি প্যাড কেনার সামর্থ্য না থাকায় অনেক মেয়ে বাধ্য হয় ঘরে থাকতে হয়। অনেক নারীই কাপড়ের টুকরো ব্যবহার করেন, যা পরিষ্কার ও জীবাণুমুক্ত না থাকলে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, ২০১৭ সালে স্যানিটারি পণ্যের ওপর ১২ শতাংশ কর আরোপ করে ভারত। যাকে ‘লহু কা লাগান বা রক্ত কর’হিসেবে অভিহিত করেছিল প্রতিবাদকারীরা।
সবশেষ অনেক সমালোচনার পর স্যানিটারি পণ্যের ওপর বিতর্কিত ‘রক্ত কর’বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার । একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages