একটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

একটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, লক্ষ্মীপুর রিপোর্ট:
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। যার ওজন ৩ কেজি ৬০০ গ্রাম।
রোববার বিকেলে উপজেলার মাতাব্বরহাটে মাছঘাটে ইলিশটি বিক্রি হয়।
এর আগে দুপুরে কমলনগরের ইব্রাহিম মাঝির ছেলেরা মাছটি ধরে। তাদের মতে, এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ।  বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান।
পরে ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন সাড়ে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় মাছটি ঢাকায় পাঠান।
ইব্রাহিম মাঝির নৌকার জেলে ইসমাইল জানান, নদীতে ইলিশ নেই। খালি হাতে ফিরতে হচ্ছে। তারা চারজন জাল টেনে তোলার সময় ধারণা হয়েছে বড় পাঙ্গাস আটকা পড়েছে। ওপরে তুলতেই এতো বড় ইলিশ দেখে তারা রীতিমতো অবাক হয়েছেন।
স্থানীয় আড়তদার, মাঝি ও জেলেদের মতে, এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages