
ছবি: প্রতীকী
একুশে মিডিয়া ডেস্ক:
পঞ্চগড়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে করা হয়। গ্রেফতার কৃত নারী হলেন সেলিনা আক্তার সোমা (৩০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক মো আব্দুল মান্নান এর নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্যসহ গোপন সূত্রের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতন পুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পরিদর্শক আব্দুল মান্নান জানান, সেলিনা আক্তার সোমা এবং স্বামী মেহেদী হাসান বাবু (৩৬) বেশ কিছুদিন ধরে নিজ বাসায় মাদক দ্রব্য ব্যবসা করে আসছিলেন এবং আমরা শুধু মাত্র মোছা: সেলিনা আক্তার সোমাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক ব্যবসায়ী মেহেদি হাসান বাবু পলাতক রয়েছে।
এ বিষয়ে আমরা মাদব বিক্রেতা স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯(১) টেবিলের ৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-১০/২০১৮। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment