![]() |
একুশে মিডিয়া, আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের ‘থাম লুয়াং নাং নন’গুহায় আটকে পড়া বালকদের মধ্যে আরো ২ জনকে উদ্ধার করেছে
ডুবুরিরা, জানিয়েছে সিএনএন। তিন দফা উদ্ধার অভিযানে এ নিয়ে মোট ১০ জনকে উদ্ধার করা সম্ভব হল। মঙ্গলবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০ টা ৮ মিনেটে তৃৃতীয় দফা অভিযান শুরু হয় বলে উদ্ধার চলাকালীন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের নেতা নারংসাক ওস্তানকর্ন। ২৫ বছর বয়সী সহকারী কোচ এক্কাপোল জানথাওং সহ বাকি বালকদের আজই উদ্ধার করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়া, বালকদের সাথে থাকা ১ জন ডাক্তার ও ৩ থাই নেভি সিলের সদস্যরাও আজ বেরিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে। থাই নেভি সিলের এক ফেসবুক বার্তায় বলা হয়েছে, গত দুই দিনের চেয়ে আজকের অভিযানটি শেষ হতে বেশি সময় লাগবে। এদিকে, রোববার প্রথম দফায় উদ্ধার হওয়া ৪ বালকে কাচের জানালায় তাদের পরিবার দেখতে পেয়েছে। কোন ধরনের সংক্রমণের আশংকায় তাদের একেবারে আলাদা করে রাখা হয়েছে। বালকদের নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে সপ্তাহখানে নিবিড় চিকিৎসায় রাখা হতে পারে। এর আগে, রোববার প্রথম দফা অভিযানে ৪ জনকে ও সোমবার দ্বিতীয় দফায় আরো ৪ বালককে গুহা থেকে উদ্ধার করা সম্ভব হয়। উল্লেখ্য, গত ২৩ জুন ওয়াইল্ড বোয়ার নামের থাই ফুটবল দলটির সদস্যরা উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই এলাকায় অবস্থিত ‘থাম লুয়াং নাং নন’ গুহায় আটকা পড়ে। ঘটনার নয়দিন পর (২ জুলাই) দুজন ব্রিটিশ ডুবুরি তাদের খুঁজে পান। গুহাটি বৃষ্টির পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় আটকে পড়া বালকদের উদ্ধার করা সম্ভব হচ্ছিলো না। তবে গুহায় পানি আরও বাড়তে পারে এমন আশংকায় উদ্ধার কাজ শুরু করা হয়। অভিযানে ৪০ জন থাই ডুবুরি ও ৫০ জন আন্তর্জাতিক ডুবুরিরা অংশ নিয়েছেন। অভিযানের একপর্যায়ে কিশোরদের অক্সিজেন সরবরাহ করে ফেরার পথে প্রাণ হারান থাই নৌবাহিনীর সাবেক ডুবুরি সামান কুনান। নেভি সিলের অবসরপ্রাপ্ত এই সদস্য মারা যান অক্সিজেন-স্বল্পতায়। গুহায় আটকে পড়ার ১৭ দিন পর সব বালককে আজই উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment