
ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক বৃদ্ধা মাকে মারধর করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। জানা গেছে, মা আলা বানুকে (৭৫) পিটিয়ে জখম করে তার ছেলে তাজুল মিয়া।
সোমবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আওয়াল মহল গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে। আহত আলা বানু ওই গ্রামের মৃত ছনু মিয়ার স্ত্রী।
বর্তমানে তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাজুল মিয়া মায়ের কাছ থেকে কিছু জমিমজা অন্য ভাই-বোনদের না দিয়ে নিজের করে নেয়ার চেষ্টা করে আসছিলেন। এর মধ্যে সোমবার তিনি মায়ের একটি জমি নিজের নামে দলিল করে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ দেন। এতে বৃদ্ধা মা রাজি না হওয়ায় তাজুল খেপে গিয়ে তাকে রাস্তায় ফেলে মারধর করে।
পরে স্থানীয়রা আহত আলা বানুকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আলা বানু বলেন, তার কাছে সব সন্তানই সমান। তিনি তার ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment