ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঠাকুরগাঁও রিপোর্ট:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার ডাবরি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম হোসেন আলী (১৫)। সে কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফার ছেলে এবং নবম শ্রেণির ছাত্র।
গেদুরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরুল ইসলাম জানান, হোসেন আলী শুক্রবার বিকেল পর্যন্ত বাড়িতে ছিল। সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে সে তার বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়। ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে ডাবরির সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল। বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয়। অন্যরা দৈবক্রমে বেঁচে যায়। হোসেনকে তার সঙ্গীরা বাড়িতে আনে।
পরে চিকিৎসার উদ্দেশে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত আনুমানিক ১১টায় হোসেন আলী ঠাকুরগাঁও রোড এলাকায় প্রাণ হারায়। তার পেটে বুলেটের ক্ষত রয়েছে বলে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির সাবেক ওয়ার্ড সদস্য শরিফ জানান।
তিনি বলেন, হোসেন আলী তার ফুফার বাড়ি ভরনিয়া গ্রামে থেকে লেখাপড়া করে। সে ওই এলাকার মধ্য ভরনিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র। শনিবার সকালে তার মরদেহ ফুফার বাড়ি থেকে তার গ্রামের বাড়ি নেয়া হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages