তুরস্কের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

তুরস্কের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের নতুন শাসন ব্যবস্থায়, দেশটির প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (৯ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিসহ ডজন খানে বিদেশি নেতা ও প্রায় ৭ হাজার অতিথি উপস্থিত ছিলেন।
শপথ নিতে গিয়ে এরদোয়ান, তুরস্ক প্রজাতন্ত্রের ইতিহাস ও গৌরব রক্ষায় ক্ষমতা ব্যবহারে সততার পথ অবলম্বন করবেন বলে কথা দিয়েছেন।
সংবিধান সংশোধনে গত বছরের গণভোটে ও দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের ফলে তুরস্কে এরদোয়ানের গদি আরো মজবুত হলো। তিনি সংসদীয় রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা পাশ কাটিয়ে দেশের প্রধান নির্বাহী হিসেবে সর্বময় ক্ষমতা সংরক্ষণ করছেন।
এরদোয়ান এখন চাইলেই, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাহী আদেশ জারি ও জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এছাড়া সংসদের অনুমতি ব্যতীত, দেশটির বেশ কিছু উল্লেখযোগ্য পদে নিয়োগের ক্ষমতা তার হাতে রইলো। এরমধ্যে রয়েছে, মন্ত্রিসভার সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও বিচারপতি পদে নিয়োগ।
সোমবার সন্ধ্যায় এরদোয়ানের তার মন্ত্রিসভা ঘোষণা করার কথা রয়েছে। যদিও এর আগে তিনি তার দল থেকে কাউকে মন্ত্রিত্ব দিবেন না বলেছিলেন। তার মন্ত্রিসভায় স্থান পাবে, সাবেক রাজনীতিবিদ ও কূটনৈতিকরা।
এরদোয়ান সকল ক্ষমতা কুক্ষিগত করায় ন্যাটো শরিক অন্যদেশগুলো তুরস্ককে কিভাবে নিবে তা এখন আগ্রহের বিষয়। তুরস্কের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক বর্তমানে শীতল রয়েছে। একুশে মিডিয়া

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages