চাকরি খুঁজতে গিয়ে অফিসেই ধর্ষণের শিকার তরুণী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

চাকরি খুঁজতে গিয়ে অফিসেই ধর্ষণের শিকার তরুণী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে চাকরি খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
৮ জুন, রবিবার সন্ধ্যায় ভারতের কলকাতার বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তরুণীর বরাত দিয়ে কলকাতা পুলিশ জানায়, পথ শিশুদের স্কুল পরিচালনা করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষিকা খুঁজছে, এমন খবরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বৈশাখী নামে ওই সংস্থারই এক নারী কর্মীর সঙ্গে সংস্থার অফিসে যান নির্যাতিত তরুণী। পরে তরুণীকে অফিসে পৌঁছে দিয়ে কাজের কথা বলে অন্যত্র চলে যান বৈশাখী। সে সময় অফিসে অন্য কেউ ছিলেন না। এ সুযোগে সংস্থার প্রোজেক্ট ম্যানেজার শেখ রাজীব তরুণীকে ধর্ষণ করেন। নিগৃহীতা তরুণীর দাবি, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। চিৎকারও করেছিলেন সাহায্যের আশায়। কিন্তু অফিসে অন্য কেউ না থাকায় সাহায্য করতেও কেউ এগিয়ে আসেননি। পরে, নির্যাতনের শিকার ওই তরুণী বিষয়টি পুলিশকে জানান। ওই দিনই রাত ১১টার দিকে পুলিশ অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages