একুশে মিডিয়া, ঢাকা ১৭ জুলাই ২০১৮ ইং পি.এম রিপোর্ট:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যা হচ্ছে না। গুমের যে ঘটনাগুলো বলা হচ্ছে, সেগুলো আসলে গুম না। আমরা তাদের ধরে সামনে আনছি, দেখা গেছে তারা হয় প্রেমে ব্যর্থ হয়ে নয়তো ব্যবসায় ব্যর্থ হয়ে নিজেরাই গুম হয়ে গিয়েছিলেন।’
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার নতুন কোনো রোগ ধরা পড়েনি। চিকিৎসকদের পরামর্শে সরকার আগের রোগগুলোর সেবায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের কাউন্সিলর একরামের মৃত্যুর পর ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ওই ঘটনার তদন্ত করছি। তদন্তে যার জড়িত থাকার প্রমাণ মিলবে, তার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব।’
চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।’
তিনি বলেন, ‘সংসদ সদস্য, পুলিশের কোনো সদস্য যদি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি৷ নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘অভিযান শুরুর আগে ৫টি গোয়েন্দা সংস্থাকে তাগাদা দিয়ে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা করা হয়। সেই তালিকায় যাদের নাম কমন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মিট দ্য প্রেসে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment