![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরুর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা নামান অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস,ড.আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান,ভাইস-চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,হাবিবুর রহমান হাবিব,
সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুধবার(১১ জুলাই) বিকেল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আড়াইহাজার উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০০৮ সালে (নারায়ণগঞ্জ-২) আসনে জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment