নরসিংদীর শিবপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৭, আহত ১০!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

নরসিংদীর শিবপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৭, আহত ১০!-একুশে মিডিয়া

ফাইল ফটো
একুশে মিডিয়া, নরসিংদী রিপোর্ট:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের কুন্দার পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শুক্রবার (২০ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর কুন্দার পাড়া নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কুন্দার পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাসটির সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনা চালক ও সামনে বসা তিন জন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত ১২/১৩ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরও চার জনের মৃত্যু হয়। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত স্থান থেকে এনা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে বলেও ওসি আবুল কালাম আজাদ জানান। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages