![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
নগরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের নিরাপত্তার কথা বিবেচনা করে হাসপাতালে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। গণপূর্ত বিভাগ দুই মাস পূর্বে হাসপাতালের উন্নয়ণ কাজ শুরু করে। সেই প্রকল্পের একটি অংশ হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন। হাসপাতালে দালাল চক্রের তৎপরতা ও পকেটমারদের উৎপাতসহ নানা অনৈতিক ঘটনারোধে পুরো হাসপাতাল জুড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বুধবার (১১ জুলাই) দুপুরে হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন জরুরী বিভাগে ৩টি, ২য় তলায় ৪টি, পুরুষ সার্জারী ওয়ার্ড, মহিলা সার্জরী ওর্য়াড ও শিশু ওয়ার্ডের সামনে ২টি করে ক্যামেরাসহ হাসপাতালে বিভিন্নœ জায়গায় লাগানো হবে মোট ২০টি ক্যামেরা লাগানো হয়েছে। ঢাকার রাজধানী মার্কেটের নিরাপত্তা মার্কেটিং কোম্পানির কর্মচারীরা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করছে। হাসপাতালে কর্মরত নিরাপত্তা মার্কেটিং কোম্পানির কর্মচারীদের একজন জানান, আপাতত তাদের ২০টি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরও ক্যামেরা লাগানো হবে। কিন্তু হাসপাতালের যে আয়তন সে অনুযায়ী ৭০-৮০ টা ক্যামেরা প্রয়োজন রয়েছে। রবিবার (৮ জুলাই) কাজ শুরু করা হয়েছে। আজ বুধবার (১১ জুলাই) পর্যন্ত কাজ চলবে। ক্যামেরাগুলো টারবো এইচডি কোম্পানির। আর মনিটর স্যামসাং কোম্পানির। হাসপাতালের রোগীদের সাথে কথা হলে তাদের মধ্যে মন্ডলপাড়ার শামীমা খাতুন সন্তুষ্টি প্রকাশ করে বলেন, হাসপাতালে এটা ভাল কাজ করছে। অনেক সময় হাসপাতালের রোগীদের পকেট মার হয়। এইটা এখন আর হইবো না। হইলেও ধরা পইরা যাইবো। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান বলেন, হাসপাতালে বিভিন্ন সময় ছোট ছোট দূর্ঘটনা ঘটে। আবার দালালের একটা চক্র রোগীদের প্রতারিত করে। এসব বিষয়ে প্রদক্ষেপ গ্রহন করার জন্য ও হাসপাতালের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রয়োজনীয় ছিল। এ কারণে হাসপাতালের উন্নয়ন প্রকল্পের সিসি ক্যামেরার বিষয়টি অর্ন্তভুক্ত হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তার কথা ভেবেই হাসপাতালে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment