চট্টগ্রাম বন্দরে ৭৬ লাখ টাকার পণ্য আটকে দিল শুল্ক গোয়েন্দা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

চট্টগ্রাম বন্দরে ৭৬ লাখ টাকার পণ্য আটকে দিল শুল্ক গোয়েন্দা-একুশে মিডিয়া

একুশে মিডিয়া ডেস্ক রিপোর্ট:
শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে এবং হস্তক্ষেপে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় ৭৬ লক্ষ টাকার ঘোষণা বহির্ভূত পণ্য চালান জব্দ হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক  ড. মো. সহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক  গোয়েন্দা চট্টগ্রাম কাস্টমস হাউসে ওই পণ্য চালানের খালাস স্থগিত করে। পরে শুল্ক গোয়েন্দা দল আমদানিকারকের মনোনীত সি অ্যান্ড এফ  এর উপস্থিতিতে পণ্য চালান দুইটির শতভাগ কায়িক পরীক্ষণ সম্পন্ন করে।  কায়িক পরীক্ষা শেষে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। যাতে সরকারের প্রায় 
৪৬ লাখ টাকারও বেশি রাজস্ব সুরক্ষিত হয়েছে।
মেটাল প্লেটের কথা বলে এসির পার্টস আমদানি করেছে মেটল ইম্পোরিয়াম। কায়িক পরীক্ষা অনুযায়ী পণ্যের মূল্য দাঁড়ায় ৩০ লাখ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ৪৬ লাখ  টাকা।
অর্থাৎ শুল্ক-করসহ সর্বমোট পণ্য মূল্য দাঁড়ায় প্রায় ৭৬ লাখ টাকা। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages