![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
চকলেট মনে করে তেলাপোকা মারার বিষ খেয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে রাজধানীর খিলগাঁও গোরান আলী আহম্মদ স্কুলসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ফারিয়া আক্তার। তেলাপোকার বিষয় খেয়ে ফেলার পর গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment