রাঙামাটির বাঘাইছড়িতে গুলিবিদ্ধ হয়ে জেএসএস কর্মীর মৃত্যু-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 July 2018

রাঙামাটির বাঘাইছড়িতে গুলিবিদ্ধ হয়ে জেএসএস কর্মীর মৃত্যু-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাঙামাটি রিপোর্ট:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোলাগুলির সময় জনসংহতি সমিতির(জেএসএস-এমএন লারমা) এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপকারে ইউনিয়নের ডাঙ্গাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বন কুসুম চাকমা(৩০) উপজেলার বেতাগিছড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো. আলমগীর কবির বলেন, বেতাগিছড়া গ্রামে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে জেএসএস সংস্কারের এক সদস্য মারা গেছেন।
এই ঘটনায় প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে(ইউপিডিএফ) দায়ী করেছে জেএসএস(এমএন লারমা)। সংগঠনটির বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা বন কুসুমকে গুলি করে মেরে ফেলেছে। কোনও বন্দুকযুদ্ধের ঘটনা নয়, ইউপিডিএফ’র সন্ত্রাসী হামলায় তার মৃত্যু হয়েছে।
তবে জেএসএস’র(এমএন লারমা) অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, এটা তাদের নিজেদের কোন্দল হতে পারে। এই ঘটনার সঙ্গে ইউপিডিএফের সম্পৃক্ততা নেই। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages