একুশে মিডিয়া নিউজ ডেস্ক:
রাজশাহীতে নির্বাচনের কোনও পরিবেশ নেই। বললেন সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এসময় তিনি তার কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের কর্মীবাহিনী দিয়ে নির্যাতন, হামলা ও মারধরের অভিযোগ করেন।
এছাড়া তার পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তিনি। এজন্য তিনি নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান। অন্যথায় জনগণ এর কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment