![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:
নবনিযুক্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোমেনা আকতার কে ফুলেল শুভেচ্ছা জানালেন "ইউডিসি বাঁশখালী ফোরাম"।
ইউএনওকে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা এসি ল্যান্ড মোঃ আরিফুল হক মৃদুল।
ইউডিসি বাঁশখালী ফোরামের সভাপতি ৩নং খানখানাবাদ ইউপি’র উদ্দ্যোক্তা ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক শীলকূপ ইউপি’র উদ্দ্যোক্তা, আব্বাস উদ্দীন, বাহারচড়া ইউপি’র উদ্দ্যোক্তা জালাল উদ্দীন, কালীপুর ইউপি’র উদ্দ্যোক্তা রেজাউল করিম, বৈলছড়ী ইউপি’র উদ্দ্যোক্তা রেজাউল করিম, কাথরিয়া ইউপি’র উদ্দ্যোক্তা মোহাম্মদ সোহেল, সরল ইউপি’র উদ্দ্যোক্তা নাঈম উদ্দীন, চনুয়া ইউপি’র উদ্দ্যোক্তা মিনন আকতার, শেখেরখীল ইউপি’র উদ্দ্যোক্তা নারগিছ আকতার।
শুভেচ্ছা বিনিময়কালে বাঁশখালী সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের খবরা-খবর জানেনেন এবং সুস্থভাবে ইউডিসি পরিচালনার ক্ষেত্রে তাগিদ দিলেন। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment