সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন-একুশে মিডিয়া

একুশে মিডিয়া ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ছয়জন সরে দাঁড়ানোয় শেষপর্যন্ত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন সোমবার আরটিভি অনলাইনকে এসব কথা জানান সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।
তিনি জানান, সাধারণ কাউন্সিলর পদে ৮নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০নং ওয়ার্ডের মিটু তালুকদার, ২১নং ওয়ার্ডের এনামুল হক, ২৫নং ওয়ার্ডের আফজাল উদ্দিন এবং ২৬ নং ওয়ার্ডের খসরু আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় এদিন একটি হোটেলে প্রেস ব্রিফিং করতে চাইলে আচরণ বিধি ভঙ্গের কথা বলে পুলিশ সেখানে তা করতে দেয়নি। পরে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসভবনে প্রেস ব্রিফিং করেন তিনি।
এসময় এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। এছাড়া ২০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিন সিসিক নির্বাচনে জামায়াতের প্রার্থী দেয়ার কথা ছিল না। তবু এখানে তারা তাদের প্রার্থী দিয়েছে। বিষয়টি নিয়ে জোটে আলোচনা হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages