রিজেন্টের বিরুদ্ধে ভ্যাট অনিয়মের অভিযোগ, জব্দ! ফ্লাইটও-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 11 July 2018

রিজেন্টের বিরুদ্ধে ভ্যাট অনিয়মের অভিযোগ, জব্দ! ফ্লাইটও-একুশে মিডিয়া

রিজেন্টের বিরুদ্ধে ভ্যাট অনিয়মের অভিযোগ, জব্দ হচ্ছে ফ্লাইটও

একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:
 অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী রিজেন্ট এয়ারওয়েজের বিরুদ্ধে ভ্যাট প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বারবার তাগাদার পরেও দুই দফায় টিকিট বিক্রির প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেয়ায় যেকোনো সময় জব্দ করা হতে পারে এয়ারওয়েজটির ফ্লাইট।
চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, আগামী সাত দিনের মধ্যে জরিমানা ও ভ্যাটসহ প্রায় ১৪ কোটি টাকা পরিশোধ করা না হলে শেষ পদক্ষেপ হিসেবে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট জব্দ করা হবে। ইতোমধ্যে জব্দ করা হয়েছে প্রতিষ্ঠানটির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও চট্টগ্রাম অফিসের কম্পিউটারের সিপিইউ।
এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া জাগো নিউজকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই ভ্যাট প্রদানে অনিয়ম করেছে রিজেন্ট এয়ারওয়েজ। এর মধ্যে প্রথম দফায় প্রায় ১০ কোটি (জরিমানাসহ) এবং চলতি দফায় প্রায় সাড়ে তিন কোটি টাকার মত অনাদায়ী রয়েছে তাদের। ভ্যাট আদায়ে আমাদের পক্ষ থেকে বারবার তাগাদা দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।’
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে গোলাম কিবরিয়া বলেন, ‘তারা কেন এমনটা করছে তা জানি না। ভ্যাট না দেয়ার কোনো কারণও তারা জানাচ্ছে না। এ ভ্যাট টিকিট বিক্রি করে যাত্রীদের কাছ থেকে নেয়া। নিয়ম অনুযায়ী ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়ার কথা। তবে অবস্থা দেখে মনে হচ্ছে এ টাকা তারা অন্য কোথাও খাটিয়েছে।’
এ অবস্থায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আশু পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘দু’দফায় সময় বেঁধে দেয়া হয়েছে। কিন্তু রিজেন্ট এয়ারওয়েজ বকেয়া পরিশোধ করেনি। আমরা আরও কয়েক দিন দেখব। অবস্থার পরিবর্তন না হলে ফ্লাইট শেষ পর্যন্ত যাত্রী পরিবহনে নিয়োজিত ফ্লাইট জব্দ করে শুল্ক আদায় করা হবে। ’
সূত্র জানায়, মেসার্স এইচ জি অ্যাভিয়েশনের (রিজেন্ট এয়ারওয়েজ) কাছে অনাদায়ী আবগারি শুল্ক ও জরিমানা বাবদ ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা পাওনা রয়েছে সরকারের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের। এছাড়া ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত পাওনা রয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। জরিমানাসহ যার পরিমাণ সর্বমোট প্রায় ১৪ কোটি টাকা।
জরিমানা আদায়ে চলতি বছরের ১৪ জানুয়ারি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ চট্টগ্রামের পক্ষ থেকে চিঠি দেয়া হয় মেসার্স এইচ জি অ্যাভিয়েশনের (রিজেন্ট এয়ারওয়েজ) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি), যেখানে সরকারি রাজস্ব পরিশোধের জন্য রিজেন্ট এয়ারওয়েজকে ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়। অন্যথায় ‘দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৪৪’ এর ১১ ধারা প্রয়োগ করে যাত্রী পরিবহনে নিয়োজিত ফ্লাইট আটক করে রাজস্ব আদায়ের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয় রিজেন্টকে।
এরপর গত ২১ জুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, টঙ্গী বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. শরফুদ্দিন মিঞা রিজেন্ট এয়ারওয়েজের কাছে আবগারি শুল্ক ও জরিমানা বাবদ ১৩ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা অনাদায়ি থাকার কথা উল্লেখ করে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য তিনটি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টগুলো অপরিচালনযোগ্য (জব্দ) করার সাত দিনের মধ্যে পরিশোধ না করলে অনাদায়ী টাকা সেই অ্যাকাউন্ট থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হবে।
ব্যাংক অ্যাকাউন্টগুলো হচ্ছে প্রাইম ব্যাংকের উত্তরা শাখা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উত্তরা শাখা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শাখা। তবে সাত দিন পার হয়ে গেলেও রিজেন্ট এয়ারওয়েজ বকেয়া পরিশোধ করেনি। সংশ্লিষ্ট বিভাগও এখনও জব্দ করা অ্যাকাউন্ট থেকে বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করেনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages