একুশে মিডিয়া, খাগড়াছড়ি রিপোর্ট:
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ।”।
শনিবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।।”।
নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।।”।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটো একুশে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। ।”।
তিনি বলেন, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়ে তা খতিয়ে দেখা হবে। সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।।”।
এদিকে, নিহতদের মধ্যে ৫ জন ইউপিডিএফের (প্রসিৎ বিকাশ গ্রুপ) কর্মী এবং অন্যজন পথচারী স্বাস্থ্য বিভাগের কর্মী জিতায়ন চাকমা বলে জানা গেছে।।”।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।।”।
অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment