লালমনিরহাটে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ চার জেএমবি গ্রেপ্তার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 August 2018

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ চার জেএমবি গ্রেপ্তার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লালমনিরহাট রিপোর্ট:

লালমনিরহাটের পাটগ্রাম থেকে অস্ত্র-গুলিসহ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’র(জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে আপেল মিস্ত্রি (৩০), নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক(২৩), সরদার পাড়ার মুজিবুর রহমানের ছেলে জাহিদ হোসেন(১৯) এবং সোহাগপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)।
বৃহস্পতিবার বিকালে রংপুরে র‌্যাব ১৩ এর কার্যালয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এসময় র‌্যাব ১৩ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, বুধবার রাতে পাটগ্রাম পৌর এলাকার এম এম প্লাজা মার্কেটের আপেল মিস্ত্রির দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগজিন, একটি ওয়ান শুটারগান, দুটি গুলি এবং ধর্মীয় উসকানিমূলক বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়।
মোজাম্মেল হক বলেন, তারা দুই বছর ধরে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
গত ২ অগাস্টও ওই মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলেও উল্লেখ করেন এই র‌্যাব কর্মকর্তা। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages