![]() |
একুশে মিডিয়অ, বিনোদন রিপোর্ট:
ভারতের টিভি পর্দার অভিনেত্রী সুচেতা চক্রবর্তী গতকাল বুধবার মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন সুচেতা। বেশ কিছু সিনেমাও অভিনয় করেছিলেন তিনি। তার প্রয়াণে সহশিল্পীদের অনেকেই শোক জানিয়েছেন।।”।
![]() |
অভিনয়ের পাশাপাশি নাচ ছিল সুচেতার অন্যতম চর্চার বিষয়। নাচের হাতেখড়ি হয়েছে তার শৈশবেই। এরপর তিনি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন। সুচেতা নাচের শিক্ষকও ছিলেন।।”।
‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’-এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে যেতে পারেননি সুচেতা।।”।
বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন সুচেতা। এই অভিনেত্রী মৃত্যু খবর শোনার পর থেকেই শোকের ছায়া নেমেছে শিল্পী মহলে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment