সমকালের সম্পাদক গোলাম সারোয়ার মৃত্যুতে শোক প্রকাশ: দোহার প্রেসক্লাব-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 August 2018

সমকালের সম্পাদক গোলাম সারোয়ার মৃত্যুতে শোক প্রকাশ: দোহার প্রেসক্লাব-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি :
১৩ আগষ্ট ২০১৮ সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)।”
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।’
সোমবার (১৩আগস্ট) রাতে ঢাকার দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল দোহার প্রতিনিধি মাহাবুবুর রহমান টিপু এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারাল। এ ক্ষতি কোনভাবেই পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।।

এছাড়া, তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয় ১৯৬৩ সালে দৈনিক পয়গাম দিয়ে। এরপর তিনি যুক্ত ছিলেন দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এর মত শীর্ষস্থানীয় দৈনিকে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০১৪ সালে বাংলাদেশ সরকার দেশের সাংবাদিকতায় অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages