বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক, সম্পাদক-শিক্ষক পরিষদ ও সহকারী কমিশনার বাগেরহাট জেলা রোভার মো: জাকির হোসেন রিয়াজ খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার মনোনীত হয়েছেন।
গত ২৭/১০/২০১৮ইং তারিখ রোভার স্কাউটপ্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুওে অনুষ্ঠেয় বাংলাদেশ স্কাউটস রোভারঅঞ্চলের ৪২তম বার্ষিক কাউন্সিল সভায় তাকেই নোভেটিভঅ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন জাতীয়বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ। ইতিপূর্বে তিনি ন্যাশনাল, মেডেলঅব মেরিট, বারটু দ্যা মেডেলঅব মেরিট, শ্রেষ্ঠ ক্রুমিটিংসম্পন্নকারী, শিল্পকলাঅ্যাওয়ার্ড অর্জনকরেন।
No comments:
Post a Comment