![]() |
একুশে মিডিয়া, মোঃ রাজিব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার বিকেলে আটক ৩লক্ষাধীক টাকার অবৈধ জাল ভস্মিভূত করা হয়েছে। আটককৃত এসবজাল ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ডসংলগ্ন বালুরমাঠে ভস্মিভূত কারা হয়।
উপজেলাপ্রশাসন ও ভ্রাম্যমানআদালত মোরেলগঞ্জউপজেলামৎস্য দপ্তর , কোষ্টগার্ড,থানাপুলিশ ও নৌ-পুলিশের সহযোগীতায় পানগুছি ও বলেশ^রনদীতে অভিযান চালিয়ে ফুলহাতা থেকে আটককরে।
এসময় ভ্রাম্যমানআদালত কারেন্টজাল, বেহুন্দি জাল, চরঘেরা জালসহ প্রায় ১৭ হাজার মিটার জাল যারমূল্য ৩ লক্ষধীক টাকার আটক করে ভস্মিভূত করে।আটককৃত এসব অবৈধ জাল ভস্মিভূতশরার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস, সিনিয়র শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয়কুমাররায়, এডিশনাল এসপি রিয়াজুল ইসলাম,কোষ্টগার্ডেও শরনখোলা ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার রবিউল ইসলাম, নৌ-পুলিশের এস আই শহিদুলই সলাম, প্রেসক্লাবসহ-সভাপতি দৈনিক ভোরের দর্পন মোরেলগঞ্জ প্রতিনিধি শামীম আহসান মল্লিক প্রমূখ।
No comments:
Post a Comment